শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

আসছে অ্যাঞ্জেলিনা জোলির ‘কৌচার’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৩:০৪

সংগৃহীত

ফ্যাশন ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা নির্মম বাস্তবতা ও মানবিক সংগ্রামের গল্প নিয়ে আসছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির নতুন চলচ্চিত্র ‘কৌচার’। ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকুর পরিচালিত এই সিনেমাটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

প্যারিস ফ্যাশন উইকের ব্যস্ত, প্রতিযোগিতাপূর্ণ ও উন্মাদ পরিবেশকে পটভূমি করে নির্মিত ‘কৌচার’ মূলত তিন নারীর পরস্পর জড়িয়ে থাকা জীবনসংগ্রামের গল্প তুলে ধরবে। ছবিতে অ্যাঞ্জেলিনা জোলিকে দেখা যাবে ম্যাক্সিন ওয়াকার চরিত্রে—একজন স্বাধীন চলচ্চিত্র পরিচালক, যিনি হঠাৎ করেই উচ্চ ফ্যাশনের জগতে প্রবেশ করেন। একটি নামকরা ফরাসি ফ্যাশন হাউসের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের সুযোগ পেলেও, একই সঙ্গে তাকে মোকাবিলা করতে হয় একটি সম্ভাব্য প্রাণঘাতী রোগের খবর।

চলচ্চিত্রটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনিয়ের আনে। তিনি অভিনয় করছেন সুদান থেকে আসা এক উদীয়মান ফ্যাশন মডেলের ভূমিকায়, যিনি কৌচার জগতের সামাজিক ও সাংস্কৃতিক রাজনীতি বুঝতে গিয়ে মানসিক দ্বন্দ্ব ও টানাপোড়েনের মধ্য দিয়ে যান।

এই সিনেমার সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির ব্যক্তিগত সংযোগও গভীর। ক্যানসার নিয়ে নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতার কারণেই তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছেন বলে জানান। উল্লেখ্য, জোলির মা, অভিনেত্রী মার্শেলিন বার্ট্রান্ড, ২০০৭ সালে স্তন ও ডিম্বাশয় ক্যানসারের জটিলতায় মারা যান।

গত বছর ভ্যারাইটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন,

‘এটি আমার কাছে ভীষণ ব্যক্তিগত একটি মুভি। এতটাই ব্যক্তিগত যে, কখনো কখনো মনে হয়—এটাই একমাত্র কাজ, যেটাকে সিনেমার মতো মনে হয় না।’

পরিচালক অ্যালিস উইনোকুর জানান, এই চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেন,

‘আমি জানতাম অ্যাঞ্জেলিনা এই গল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করতে চেয়েছি। আইকনের আড়ালে থাকা ভঙ্গুর মানুষটিকে দেখানো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।’

‘কৌচার’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন লুই গারেল, গারাঁস মারিলিয়ে, ভিনসাঁ লিন্ডন ও ফিনেগান ওল্ডফিল্ড।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top