শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

বগুড়ায় শুরু হলো ষষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৬:০৫

সংগৃহীত

বগুড়ায় আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা আয়োজন করেছে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী এ উৎসব চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

এবারের উৎসবে বিশ্বের ৩২টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং এটি সবার জন্য উন্মুক্ত।

উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, আন্তর্জাতিক শর্ট, ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ও ন্যাশনাল ফিল্মসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে। দেশ-বিদেশের অভিজ্ঞ নির্মাতা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি সেরা চলচ্চিত্র নির্বাচন করবেন।

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকছে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন এবং নির্মাণ কর্মশালা। এবারের উৎসব উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তাকে উৎসর্গ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top