শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

নেট দুনিয়ায় ঝড় তুললেন পরীমণি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৬:০৭

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি আবারও নেট দুনিয়ার মন জয় করেছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু ছবি প্রকাশ করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

ছবিতে পরীমণিকে দেখা গেছে আধুনিক ও আভিজাত্যের এক অনন্য মিশ্রণে, যা তাকে রূপকথার রাজকন্যার মতো করে তুলেছে। অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এই গাউন তার ঘাড় ও কলারবোনকে ফুটিয়ে তুলেছে, সঙ্গে ক্রিস্টাল নেকলেস তার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষভাবে নজর কাড়েছে তার হাতে হালকা মেহেদির আলপনা, যা ট্র্যাডিশনাল ও আধুনিক সাজের সমন্বয় ঘটিয়েছে।

পরীমণির মেকআপও ছিল পরিমিত এবং আভিজাত্যময়—সফট গ্লোয়িং ফিনিশ, নিখুঁত চোখের কাজ এবং ন্যাচারাল লিপ কালার তাকে এক এলিগ্যান্ট অবয়বে উপস্থাপন করেছে। ছবি প্রকাশের পর ভক্ত ও সহকর্মীরা কমেন্টে তার মোহনীয় রূপের প্রশংসা করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top