শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

বিশ্বজুড়ে আয়ের নতুন রেকর্ড ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৬:০৮

সংগৃহীত

মুক্তির মাত্র এক মাসে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আদিত্য ধর পরিচালিত একক ভাষার অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। নতুন বছরের শুরুতেই এটি ভারতের সিনেমা ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস জানিয়েছে, সিনেমাটি বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১,২৪০ কোটি রুপি আয় করেছে। সাধারণত বড় বাজেটের ভারতীয় সিনেমাগুলো একাধিক ভাষায় মুক্তি পায়, তবে ‘ধুরন্ধর’ শুধুমাত্র হিন্দি ভাষায় মুক্তি পেলেও একক ভাষায় এমন বিপুল সাফল্য তোলা সত্যিই নজিরবিহীন।

বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী চিত্রনাট্য ও নির্মাণশৈলীর কারণে দর্শক টানতে অন্য ভাষার সহায়তা প্রয়োজন হয়নি। সিনেমায় রণবীর সিংকে দেখা গেছে একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সামাজিক মাধ্যমে চরিত্রটি নিয়ে ব্যাপক আলোচনা হলেও সেন্সর বোর্ড জানিয়েছে এটি কাল্পনিক চরিত্র।

নতুন বছরের শুরুতেই এই অভাবনীয় সাফল্য ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য এক উদ্দীপনাময় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top