প্রেমিক কবীরের সঙ্গে দেখা নিয়ে আলোচনার কেন্দ্রে কৃতি স্যানন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৬:১০
বলিউডের আলোচনার কেন্দ্রে আবারও এসেছে কৃতি স্যানন। সম্প্রতি তার বোন নূপুর স্যাননের বিয়ে অনুষ্ঠিত হয়েছে, এবং আনন্দঘন এই মুহূর্তে বোনের পাশে উপস্থিত ছিলেন কৃতি। বিশেষভাবে নজর কেড়েছে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে কৃতি ও তার প্রেমিক কবীর বাহিয়ার একসঙ্গে দেখা। এ ছবি নেট দুনিয়ায় নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।
স্যানন পরিবার ইতিমধ্যেই উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে রাজস্থানের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন বিমানবন্দরে কালো ওভারকোর্ট ও লুজ ফিট জিনসে, চোখে রোদচশমা পরে কৃতি নজর কাড়েছেন। প্রবেশের আগে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে তাকে।
কৃতিকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত আনন্দ এল. রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ সিনেমায়, যেখানে ধানুশের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রকাশ রাজ, টোটা রায় চৌধুরীসহ আরও অনেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।