ফটোশুটের চেঞ্জিং রুমে সীমা লঙ্ঘনের অভিযোগ, মুখ খুললেন নাজমি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৪১
শোবিজ দুনিয়ার অন্ধকার দিক উন্মোচন করে ফের সরব হয়েছেন মডেল নাজমি জান্নাত। এবার তিনি নয়, বরং তার ছোট ভাই ও মডেল মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঘটে যাওয়া যৌন হয়রানির একটি ঘটনা প্রকাশ করেছেন।
নাজমি ফেসবুকে জানিয়েছেন, একটি ফটোশুটের সময় একটি নামকরা কোরিওগ্রাফার তার ভাইকে চেঞ্জিং রুমে ডেকে সীমা ছাড়িয়ে অশালীন প্রস্তাব দিয়েছেন। ভাইয়ের ‘না’ করার পর তাকে শুট থেকে বের করে দেওয়া হয় এবং তাকে হুমকি দেওয়া হয়, ‘তোমাকে দিয়ে কিছু হবে না’। অভিযুক্তের নাম প্রকাশ না করলেও নাজমি ইঙ্গিত দিয়েছেন, পরিচিতি ও ক্ষমতার কারণে সবাই তাকে চিনবে।
নিজের দীর্ঘ শোবিজ ক্যারিয়ারের অভিজ্ঞতা উল্লেখ করে নাজমি বলেন, তিনি বহু বছর সম্মান বজায় রেখে কাজ করেছেন এবং কম্প্রোমাইজ করেননি। এখন তার ভাইয়ের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটায় চুপ থাকতে পারেননি।
নাজমি আরও প্রশ্ন তুলেছেন, শোবিজে এই ‘অসুস্থ অভ্যাস’ কবে থামবে? কবে ট্যালেন্টকেই যথেষ্ট মূল্য দেওয়া হবে? তিনি মনে করিয়ে দেন, ভালো মানুষদের জন্য শিল্পের পরিবেশে ইতিবাচক কিছু এসেছে, কিন্তু গুটিকয়েক মানুষের জন্য পুরো ইন্ডাস্ট্রির পরিবেশ দূষিত হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।