বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

শারমিন দিপুর সুরে মাতল লন্ডন প্রবাসী বাংলাদেশিরা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৯:২৯

সংগৃহীত

বাংলা ক্রেজ ইউকের আয়োজনে লন্ডনের কলোসিয়াম স্যুটে অনুষ্ঠিত ‘বাউল উৎসব লন্ডন ২০২৬’-এ বাউল সংগীতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমিন দিপু। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

শারমিন দিপুর পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন সাগর বাউল, বেলী আফরোজ, বাউল এম হোসেন, সাজ্জাদ নূর, বন্যা তালুকদার, বাউল ইকরাম উদ্দিন ও রানা। এ ছাড়া আরও কয়েকজন প্রবাসী শিল্পীও বাউল সুরে অনুষ্ঠানে প্রাণ যোগ করেন। অনুষ্ঠান মূলত টিকিটভিত্তিক হলেও প্রবাসী দর্শকদের উৎসাহবর্ধক অংশগ্রহণ অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ বলেন, “লন্ডনের বুকে বাংলাদেশের বাউল গান ও সংস্কৃতি তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন আমরা প্রতি বছরই করি।”

বাউল উৎসবের অনুভূতি ব্যক্ত করে শারমিন দিপু বলেন, “লন্ডনের মতো বহুজাতিক শহরে বাউল গান পরিবেশন করা আমার জন্য ভীষণ গর্বের। বাউল শুধু একটি সংগীতধারা নয়, এটি আমাদের মাটির দর্শন, মানবতা ও আত্মার ভাষা। বিদেশের মাটিতে দর্শকরা মন দিয়ে বাউল শোনেন—এটি প্রমাণ করে সংস্কৃতির কোনো সীমানা নেই।”

অনুষ্ঠানে অংশ নেওয়া কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, “দারুণ একটি শো শেষ করলাম। লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা যে গানপাগল, সেটি আবারও প্রমাণিত হলো। আয়োজক ও শিল্পীদের পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।”

যন্ত্রশিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নেন লন্ডনে বসবাসরত বাঙালি সংগীতশিল্পীরা—তানিম, হাসান, রিজান ও সম্রাট।

শারমিন দিপু বাংলাদেশ ও যুক্তরাজ্যে সমান জনপ্রিয়। প্লেব্যাক, আধুনিক গান, লোকসংগীত ও নজরুলসংগীত পরিবেশনের পাশাপাশি লোকগানে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সংগীতচর্চার পাশাপাশি তিনি লন্ডনে আইন পেশায়ও নিয়োজিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top