• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **

পৌষেও শীত নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২১, ২১:০২

ছবি: নিউজফ্ল্যাশ৭১

চলছে বাংলা মাস পৌষের শেষ অংশ। দেশের শীততলতম মাস জানুয়ারির পাঁচ দিন গত হয়েছে। তবুও অন্যান্য বছরের মত নেই ঠান্ডার প্রকোপ। চলতি সপ্তাহে সব বিভাগে সর্বানিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রী সেলসিয়াসের উপরে। উপকূলীয় বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৩০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। শীতকালের  আবহাওয়ায় অন্যতম বৈশিষ্ট্য কুয়াশা এবং উত্তরের হিমেল। এ বছর এখনও দেখা যাচ্ছেনা এ দুই বৈশিষ্ট্য। ফলে শীতের মধ্যভাগেও শৈত্য প্রবাহ নেই কোথাও। বলা যায় শীত মৌসুমে বসন্তের আবহাওয়া।

আবহাওয়া অফিস জানিয়েছে, শীতকালে এমন উষ্ণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে দিনের বেলা শীতের অনুভূতি নাও থাকতে পারে। উত্তরের হিমেল হাওয়া না থাকলে, উপকূলীয় বিভাগগুলোতে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। মঙ্গলবার দিনের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুন্ডে ৩২ ডিগ্রী সেলসিয়াস। বেশিরভাগ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১৩ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াস।

বুধবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা বেজে ৪৩ মিনিটে। আর সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে।

এনএফ৭১/জুআসা/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top