• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


তিন সপ্তাহ অচলাবস্থা থাকার পর নতুন স্পিকার পেল যুক্তরাষ্ট্র

ফারহানা মির্জা | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৩৫

ছবি : সংগৃহীত

অবশেষে তিন সপ্তাহের বেশি সময় অচলাবস্থা থাকার পর নতুন স্পিকার পেয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। মার্কিন রিপাবলিকান পার্টির নেতা মাইক জনসন প্রতিনিধি পরিষদের নতুন ‍স্পিকার নির্বাচিত হয়েছেন।গেলো বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবিদনে এসব তথ্য জানায় আলজাজিরা।

বুধবার ২২০-২০৯ ভোট পেয়ে ৫১ বছর বয়সী মাইক জনসন প্রতিনিধি পরিষদের ৫৬তম স্পিকার নির্বাচিত হন। কংগ্রেসের নিম্নকক্ষের বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির সদস্যদের ভোটেই তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান মাইক জনসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।

এর আগে গেলো ৩ অক্টোবর শাটডাউন এড়াতে বাইডেন সরকারকে অর্থায়ন করে নিজ দলের তোপের মুখে পড়ে স্পিকার পদ হারান রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। এরপর থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের এই পদ ফাঁকা ছিল। নেতা না থাকায় তিন সপ্তাহের বেশি সময় কংগ্রেসের নিম্নকক্ষে অচলাবস্থা চলছিল।

যদিও ম্যাকার্থি পদচ্যুত হওয়ার পর গেলো কয়েক সপ্তাহে স্পিকার হিসেবে তিনজনকে মনোনীত করেছিলেন রিপাবলিকান নেতারা। কিন্তু তাদের কেউ নির্বাচিত হতে পারেননি। অবশেষে বুধবারের ভোটে ট্রাম্পের কট্টর সমর্থক ও কম অভিজ্ঞ মাইক জনসন স্পিকার নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের  কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে কম অভিজ্ঞ স্পিকার তিনি। এমনকি ২০১৬ সালে প্রথমবারের মতো তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top