• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ড্র করে শেষ হল রিয়াল মাদ্রিদের নাটকীয় ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ১৮:৩৭

ড্র করে শেষ হল রিয়াল মাদ্রিদের নাটকীয় ম্যাচ

লা লিগায় লেভান্তের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই রিয়ালের এগিয়ে যাওয়া, শেষ মুহূর্তে লেভান্তের গোলরক্ষকের লাল কার্ড দেখে মাঠ ছাড়াসহ নান নাটকে ভরা ছিল ম্যাচটি।

রোববার রাতে লেভান্তের মাঠে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। রেফারির বাঁশি বাজার ৫ মিনিট না যেতেই করিম বেনজেমার সহায়তায় গোল করেন গ্যারেথ বেল। ম্যাচের ৭৩ মিনিটে ক্যাসিমোরার সহায়তায় গোল দিয়ে সমতা এনে দেন দলকে। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি সফরকারীরা। ৬ মিনিট পরেই রবার পিয়ের গোল দিয়ে আবারো এগিয়ে দেন লেভান্তেকে। আবারও ৮৫ মিনিটে গোল দিয়ে দলকে সমতায় আনেন ভিনিসিয়স। এবার তার গোলটি আসে বেনজেমার সহায়তায়।

রিয়াল সমতা আনার ২ মিনিট পরেই লাল কার্ড দেখেন লেভান্তের গোলরক্ষক এইতোর ফার্নান্দেজ। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ না থাকায় গোলরক্ষক হিসেবে রুবেন ভেসো দাঁড়ান। কিন্তু বাকি সময়ে রিয়াল আর কোনো শটই নিতে পারেনি। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লেভান্তে ২ ম্যাচের মধ্যে ২টিতেই ড্র করে২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম স্থানে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top