• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মাঠে নামছে ব্রাজিল, অনিশ্চিত নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২২, ০৩:২৪

মাঠে নামছে ব্রাজিল, অনিশ্চিত নেইমার

২০১৯ সালের পর আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলা হয়নি ব্রাজিলের। দীর্ঘ বিরতির পর অবশেষে আজ (বৃহস্পতিবার) আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচ। চোটের কারণে এই প্রীতি ম্যাচে দলটির তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়া যাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

এই ম্যাচের আগে অনুশীলনেই চোটে পড়েছিলেন নেইমার। অনুশীলনে নেইমারের সঙ্গে এক সতীর্থের সংঘর্ষ হয়। এরপরই তিনি লুটিয়ে পড়েন মাটিতে, ডান পায়ে যে ব্যথা পেয়েছেন, তা ছিল স্পষ্ট। সঙ্গে সঙ্গে একজন ট্রেইনার এসে নেইমারের চোটটা বোঝার চেষ্টা ক্রেন। এরপর নেইমার খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রদ্রিগো লাসমার নেইমারের বিষয়ে জানিয়েছিলেন,‘নেইমারের ডান পায়ে চোট আছে। বৃহস্পতিবারের ম্যাচে সে খেলবে কি না, সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তার পায়ের এই চোট কাল সকাল পর্যন্ত আমাদের পর্যবেক্ষণে থাকবে। সে খেলবে কি না, এখনই বলাটা বেশ কঠিন। কালকে (বৃহস্পতিবার) অনুশীলন সেশনে আমাদের দেখতে হবে।’

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমার খেলবেন কিনা সেটা জানতে তাই ম্যাচের একাদশ ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ

সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু

 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

এডেরসন, আলভেস, মার্কুইনহস, থিয়াগো সিলভা, তালেস, ফ্যাবিনহো, গুইমারেস, রদ্রিগো, পাকুয়েতা, ভিনিসিয়াস, রিচার্লিসন



বিষয়: ব্রাজিল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top