• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


এল ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৯:১৭

এল ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়ে এসে চলতি মৌসুমে সুবিধাই করতে পারছিলেন না করিম বেনজেমা। গোলের দেখা পাননি গত চার ম্যাচে। কিন্তু বড় ম্যাচে ঠিকই সময়মতো জ্বলে উঠলেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার। চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার বিপক্ষে গোল করেই ফিরেছেন গোলের ধারায়। এল ক্লাসিকোর প্রথমার্ধেই পেয়েছেন উরুগুয়ের তারকা ফেদেরিকো ভালভার্দেও। শেষদিকে ফেররান তরেসের গোলে বার্সা ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি। অতিরিক্ত সময়ে শেষ পেরেকটা ঠুকে রিয়ালের জয় নিশ্চিত করেছেন রদ্রিগো।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আবারও লা লিগার শীর্ষস্থানে ফিরলো লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। দ্বাদশ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন বেনজেমা। পেনাল্টি বক্সের বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়রের নেয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি শটে স্কোরবোর্ডে নাম লেখান ফ্রেঞ্চ তারকা।

২৫তম মিনিটে প্রথম বড় সুযোগ আসে বার্সেলোনার। কিন্তু রাফিনহার ক্রস থেকে ঠিকঠাক বল পেয়েও জালে জড়াতে পারেননি লেভান্ডোভস্কি। উল্টো ৩৫ তম মিনিটে আবারও কাতালানদের জালে বল জড়ায় রিয়াল। এবার ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ভালভার্দে। ২ গোলে পিছিয়ে থেকেও প্রথমার্ধে আর তেমন কোনা সুযোগ তৈরি করতে পারেনি জাভি হার্নান্দেজের বার্সা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে রিয়াল। ৫২তম মিনিটে বেনজেমা আবারও জালে বল জড়ান। কিন্তু অফসাইডের কারণে সে গোলটিকে পরে বাতিল ঘোষণা করেন রেফারি। ৬২ তম মিনিটে একসাথে তিনজন খেলোয়াড়কে পরিবর্তন করে খেলার গতি বাড়ানোর চেষ্টা করেন জাভি।

দেরিতে হলেও ফল পেয়েছেন স্প্যানিশ কোচ। ৮২ তম মিনিটে ফেররান তরেসের গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। কিন্তু ম্যাচে ফেরার আশা দেখিয়েও শেষমেষ আর ফেরা হয়নি কাতালানদের। অতিরিক্ত মিনিটে কাতালান ডিফেন্ডার গ্রাসিয়া ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল।

স্পট কিক থেকে গোল করতে অবশ্য ভুল করেননি রদ্রিগো। অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান তারকার গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top