• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কাতার বিশ্বকাপ-২০২২

স্টেডিয়ামের পর এবার দলের ড্রেসিংরুমও পরিষ্কার করলো জাপানিরা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০০:২৪

স্টেডিয়ামের পর এবার দলের ড্রেসিংরুমও পরিষ্কার করলো জাপানিরা

শুধু যে নিজের দেশের খেলা দেখার পরই জাপানিরা স্টেডিয়াম পরিষ্কার করেন, এমনটি নয়। রোববার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের খেলা শেষেও স্টেডিয়াম ছাড়ার আগে গ্যালারির আবর্জনা পরিষ্কার করেছেন জাপানের ফুটবল ভক্তরা।

কাতার বিশ্বকাপে শক্তিশালী দল জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আনন্দে ভাসছে জাপান। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে আনন্দে ভাসলেও খেলা শেষে, স্টেডিয়াম ছাড়ার আগে আবর্জনা পরিষ্কার করতে ভোলেননি জাপানি সমর্থকরা। শুধু স্টেডিয়ামের গ্যালারিই নয়, ম্যাচ শেষে টিমের ড্রেসিংরুমও একেবারে চকচকে করে রেখে গেছেন জাপানিরা। ২০১৮ সালের বিশ্বকাপের পর ২০২২ সালের কাতার বিশ্বকাপেও পরিষ্কার-পরিচ্ছন্নতার নজির গড়ে করে আরো একবার প্রশংসা কুড়ালেন তারা।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় জার্মানি বনাম জাপান ম্যাচ। এবারের বিশ্বকাপে এটিই ছিল জাপানের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচেই চারবারের ফুটবল চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় এশীয় দল জাপান। এ সময় গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন জাপানি সমর্থকরা। তবে, এমন উল্লাসের মাঝেও খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়াম না ছেড়ে তাদেরকে উল্টো গ্যালারির আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, গ্যালারিতে পড়ে থাকা পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট, খাবারের উচ্ছিষ্ট, এমনকি জার্মান সমর্থকদের ফেলে যাওয়া পতাকাও তুলে ব্যাগে ভরছেন জাপানিরা। সেইসঙ্গে ম্যাচ শেষে টিমের ড্রেসিংরুম ছাড়ার আগে, সে জায়গাটিও পরিচ্ছন্ন-পরিপাটি করে গেছেন তারা।

২০১৮ বিশ্বকাপের সময় স্টেডিয়ামের ময়লা আবর্জনা পরিষ্কার করে সকলের নজর কেড়েছিল জাপান। সেই বিশ্বকাপে ফেয়ার প্লের পুরস্কারও জিতেছিল তারা। সেই নজির আবারো সৃষ্টি করলো জাপানিরা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top