• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ডায়াবেটিস প্রতিরোধ ও কমানোর উপায়!

নিশি রহমান | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৩:১০

ছবি: সংগৃহীত

ডায়াবেটিস বা বহুমূত্র খুবই সাধারণ একটি রোগ। অথচ এই রোগেই বিশ্বে ১০ লাখেরও বেশি লোকের মৃত্যু হচ্ছে। রক্তের সব চিনিকে যখন শরীর ভাঙতে পারে না, তখনই ডায়াবেটিস হয়। এই রোগের কারণে হৃদরোগ, স্ট্রোক এমনকি চোখের দীর্ঘস্থায়ী ক্ষতিও হয়ে যেতে পারে। সাধারণত ডায়াবেটিসে আক্রান্তদের ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কিন্তু সাম্প্রতিক সময়ে করা এক গবেষণায় দেখা গেছে, ওষুধ ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। যদিও এ নিয়ে এখনো আরো বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা।

তাহলে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য যেসব উপায় অবলম্বন করতে হবে তা  জেনে নেওয়া যাক-

রুটিনমাফিক চলুন:  ডায়াবেটিস বা বহুমূত্র এমন একটি রোগ যার থেকে সুরক্ষিত থাকার জন্য রোগীদের রুটিনমাফিক চলতে হয়। চিকিৎসকরা বলেন, বহুমূত্র রোগীদের খাদ্যাভ্যাস, চলাফেরা সবকিছুতেই পরিবর্তন আনতে হয়। আর এই কারণেই তাদের রুটিনমাফিক চলা প্রয়োজন। এতে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে নানান বদঅভ্যাস পাল্টানোও সহজ হয়। যেমন ধূমপান, তামাকজাত নেশাদ্রব্য কিংবা মদ্যপান।

হাঁটাহাঁটি করুন:  শহুরে জীবনে হাঁটাহাঁটির অভ্যাস করা একেবারেই কঠিন হলেও অসম্ভব নয়। কর্মস্থল থেকে বাসা পর্যন্ত হেঁটে হেঁটে যাতায়াতের অভ্যাস করুন। এতে শরীরের কোষগুলো নড়াচড়া করবে। রক্ত চলাচল বৃদ্ধি পাবে। আর নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস বা বহুমূত্র রোগীদের অন্তত দুই বেলা হাঁটতে হবে। সকালে ও বিকেলে হাঁটার অভ্যাস এক্ষেত্রে ফলপ্রদ হতে পারে। তবে রাত্রীকালীন হাঁটাহাঁটিতে সুফল বেশি মিলবে।

আরও পড়ুন: শীতে গলায় ও বুকে জমা কফ দূর করার ঘরোয়া উপায়

মিষ্টি খাওয়া ছাড়ুন:  ডায়াবেটিসে আক্রান্ত হলে আপনাকে অবশ্যই মিষ্টি খাওয়া ছাড়তে হবে। মিষ্টি শরীরে রোগের ক্ষেত্র তৈরি করে। একটি মিষ্টিতে ১৫০ ক্যালরি থাকে। যা শরীরের জন্য ক্ষতিকর। ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি জাতীয় খাবার, চিনি পরিহারের পরামর্শ সর্বজনসিদ্ধ।

ফাস্টফুড খাবেন না:  ফাস্টফুড কিংবা সফট ড্রিঙ্কসে যেসব উপাদান থাকে, তা বহুমূত্র রোগকে আরও বাড়িয়ে তোলে। এসব খাবারের মধ্যে আছে বার্গার, পিজ্জা, সিঙ্গাড়াসহ তেলে ভাজা যেকোনো খাবার। এছাড়া, কোকা কোলা, পেপসি, সেভেন আপ, স্প্রাইট কিংবা অন্যান্য সফট ড্রিঙ্কস ডায়াবেটিস রোগীর শরীরে ফ্যাট সৃষ্টি করে। ফাস্টফুড বা সফট ড্রিঙ্কসে চিনি ও নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। এই কারণে এগুলো শরীরে ফ্যাট সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেয়।

নিয়মিত ইনসুলিন নিন: রক্তে চিনির মাত্রা খেয়াল রাখতে হবে। চিকিৎসকরা নিয়মিত ইনসুলিন নিতে বলেন। প্রতিদিন সকালবেলা খালিপেটে ইনসুলিন নিতে হবে। যাতে করে শরীরে ডায়াবেটিস কতখানি আছে, সেটি নিশ্চিত হওয়া যায়।

ডায়াবেটিস বা বহুমূত্র রোগের উপসর্গ গুলো হল-

১. ঘন ঘন প্রস্রাব।

২. দুর্বলতা অনুভব ও অবসাদগ্রস্ততা।

৩. ক্ষুধা বৃদ্ধি পাওয়া।

৪. মিষ্টিজাতীয় জিনিসের দিকে আকর্ষণ বেড়ে যাওয়া।

৫. ওজন কমে যাওয়া।

৬. শরীরের ক্ষত দীর্ঘদিন পর্যন্ত নীরোগ না হওয়া।

৭. বিরক্তি ও মেজাজ খিটখিটে হওয়া।

৮. চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব।

৯. চোখে কম দেখতে শুরু করা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top