• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রক্তের কোলেস্টেরল কমাতে ম্যাজিকের মতো কাজ করে যে পাতা

নিশি রহমান | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৩০

পুদিনা পাতা !

কোলেস্টেরল এক জটিল রোগ। এই রোগে রক্তনালীতে জমতে থাকে প্লাক। সহজে বললে ময়লা বলা যায়। এই সমস্যার সমাধান করা কিন্তু ভীষণ প্রয়োজন। না হলে গুরুতর অসুখ হতে পারে। আসলে কোলেস্টেরল হলো একটি ক্রনিক অসুখ। এই রোগ কিন্তু খুবই জটিল দিকে যেতে পারে। কোলেস্টেরলের রং হয় হালকা হলুদ। তবে একটি সবুজ রঙের চাটনি কিন্তু কোলেস্টেরল হ্রাস করতে সক্ষম। তাই এই চাটনি সম্পর্কে জানা সবার আগে জরুরি। এই চাটনির অন্যতম উপাদান হলো ধনে ও পুদিনা পাতা।

সবুজ চাটনি বানাতে লাগবে যে  উপকরণ

ধনে লাগবে ৫০ গ্রাম, পুদিনা ২০ গ্রাম, কাঁচা মরিচ, রসুন ২০ গ্রাম, তিসির তেল, ইসবগুল ১৫ গ্রাম, লবণ প্রয়োজন মতো, লেবু ১০ এমএল ও পানি। এই কয়েকটি উপাদান নিয়ে লেগে পড়ুন চাটনি তৈরির কাজে। কোলেস্টেরলকে মাত দিতে পারবেন অনায়াসে। তাই এই সবকটি উপকরণ জোগার করে আনুন। তারপর তৈরির কৌশল জেনে নিন।

আরও পড়ুন>>> হাঁটুর ব্যথা ? ওষুধ নয়, সহজ-ঘরোয়া উপায়ে ঝটপট ব্যথা দূর করার অব্যর্থ কিছু টিপস

চাটনি তৈরি করবেন কী ভাবে?

প্রথমে সব সামগ্রী এক জায়গায় রাখুন। তারপর এ সব উপাদান বেটে চাটনি তৈরি করে নিন। এতে শরীর ভালো থাকবে।

ধনে পুদিনা:  এই দুটি উপাদান কোলেস্টেরলের সমস্যা সহজে কমিয়ে ফেলতে পারে। এই সবুজ রঙের পাতায় থাকে ক্লোরোফিল। এই খাবার কিন্তু পেটের সমস্যার সমাধান করতে পারে। এ ছাড়া এতে রয়েছে ফাইবার। এই উপাদান কিন্তু কোলেস্টেরল হু হু করে শরীর থেকে বের করে দিতে পারে। তাই চেষ্টা করুন এই দুটি পাতা নিয়মিত মুখে তুলে নেয়ার।

পুদিনা ও ধনে পাতাএলডিএল কমায় রসুন: খারাপ কোলেস্টেরল হলো এলডিএল। এই উপাদান শরীরে নানা জটিলতা তৈরি করে। এক্ষেত্রে দেখা গেছে, রসুনে রয়েছে বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এলডিএল কমাতে পারে। এমনকী শরীর থেকে বের করে দেয় ক্ষতিকর কোলেস্টেরল। তাই রসুন রান্নায় দেয়া চাই। পাশাপাশি শুধু মুখে খেলে সবচেয়ে বেশি উপকার মেলে।

রসুনডায়াবেটিস রোগীদেরও কোলেস্টেরল কমবে: ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। এই রোগে আক্রান্তদের কোলেস্টেরল বাড়ে খুব সহজে। দেখা গেছে, ইসবগুল এই কোলেস্টেরল কমাতে পারে। তাই নিয়মিত এ খাবারগুলো খান। তবেই শরীর সুস্থ থাকবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top