এবার ভারতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত দুই শিশু
Nasir Uddin | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৫, ১৩:১১
 
                                        অবশেষে ভারতেও ঢুকে পড়েছে এইচএমপিভি। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ।
তিন মাসের ওই শিশুকে অবশ্য বর্তমানে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই নিয়ে সোমবার দ্বিতীয় সংক্রমণের খবর মিলল বেঙ্গালুরুতে। এর আগে আট মাসের আরেক শিশুর শরীরেও এই ভাইরাসের সংক্রমণ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারত-সহ বিভিন্ন দেশে। তবে চীনে ভাইরাসের যে রূপটি পাওয়া গিয়েছে, বেঙ্গালুরুতে আক্রান্ত দুই শিশুর শরীরেও ভাইরাসের সেই একই রূপ মিলেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
পর পর দু’টি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। এদিকে, রাজ্যের জনসাধারণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।
স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই দুই শিশুর কেউই সম্প্রতি কোথাও ভ্রমণ করেনি। ফলে অন্য কোনো দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।
স্বাস্থ্যসচিব গুপ্তা জানান, এই ভাইরাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এইচএমপিভি ভারতেও রয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে এ ভাইরাস চীনের ভ্যারিয়েন্ট নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাস, তা এখনও বলা যাচ্ছে না। সাধারণ এইচএমপি ভাইরাসের সংক্রমণ ভারতে অতীতেও দেখা গিয়েছে বলে জানান তিনি। তবে স্বাস্থ্য দপ্তর এই সংক্রমণের ঘটনা খতিয়ে দেখছে বলে জানান স্বাস্থ্যসচিব।

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।