বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

জিনসের ছোট পকেট থেকে কোটের বাড়তি বোতাম—ফ্যাশনের আড়ালে লুকিয়ে ইতিহাস

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৫১

সংগৃহীত

জিনসের প্যান্টে থাকা ছোট্ট পকেটটি নিশ্চয়ই সবার নজরে এসেছে। আকারে এতটাই ছোট যে অনেকেই ভাবেন, এটি নিতান্তই ব্যবহারহীন একটি অংশ। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা—ঊনবিংশ শতকে এই ক্ষুদ্র পকেট রাখা হয়েছিল পকেট ঘড়ি রাখার জন্য।

তখন কৃষক ও শ্রমিকরাই জিনস বেশি পরতেন। মাঠে বা কাজের সময় তারা কোট পরতে পারতেন না। তাই হাতের কাছে ঘড়ি রাখার সুবিধার জন্যই জিনসের নকশায় তৈরি করা হয় এই ছোট্ট ঘড়ির পকেট।

একইভাবে, কোট বা স্যুট জ্যাকেটের হাতার বাড়তি বোতামগুলোর পেছনেও রয়েছে একটি ঐতিহাসিক কারণ। অনেকেই ভাবেন এটি শুধুই সাজসজ্জার অংশ, কিন্তু বাস্তবে এই বোতামগুলোকেই বলা হয় ‘সার্জনস কাফ’ বা ‘Surgeon’s Cuff’।

ইতিহাস অনুযায়ী, একসময় চিকিৎসকেরা আধুনিক মেডিকেল পোশাকের পরিবর্তে স্যুট পরেই রোগী দেখতেন। হাত পরিষ্কার বা ধোয়ার প্রয়োজন হলে কোটের আস্তিন গুটিয়ে নিতে হতো। এজন্যই কোটের হাতায় রাখা হতো বোতাম, যাতে সহজেই আস্তিন খোলা যায়।

ধারণা করা হয়, ঊনবিংশ শতকেই কোটের এই নকশার প্রচলন শুরু হয়। তখন এগুলোর কার্যকর ব্যবহার ছিল, যেমনটি আজ শার্টের আস্তিনে দেখা যায়।

তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই প্রয়োজন। এখন স্যুট জ্যাকেটের আস্তিনের বোতামগুলো আর খোলা যায় না—সেগুলো কেবল নকশা ও ঐতিহ্যের অংশ হিসেবে থেকে গেছে।

অতীতের ব্যবহারিক সুবিধা আজ ফ্যাশনের ছোঁয়ায় পরিণত হয়েছে আভিজাত্যের প্রতীকে। তাই জিনসের ছোট পকেট হোক বা কোটের বাড়তি বোতাম—প্রতিটি ফ্যাশন উপাদানের আড়ালেই লুকিয়ে আছে এক টুকরো ইতিহাস।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top