বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৩৫ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ০৩:৫৮

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৩৫ জনের

দেশে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও মৃত্যু হয়েছে ২৩৫ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩৯৭ জনে দাঁড়াল।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে। মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৭৩ জন, চট্টগ্রামের ৬৫ জন, রাজশাহীতের ২১ জন, খুলনার ৩২ জন, বরিশালের আটজন, সিলেটের ১২ জন, রংপুরের ১২ জন ও ময়মনসিংহের বিভাগে ১২ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top