• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সঠিক সময়েই করোনার টিকা পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২১, ২০:৩৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ভারত করোনার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও বাংলাদেশ সঠিক সময়েই তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৪ জানুয়ারি) সাংবাদিকদের তিনি বলেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই ভারত থেকে বাংলাদেশ করোনার টিকা আসবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বিষয়টি নিয়ে আমরা যোগাযোগ রাখছি। যে চুক্তি হয়েছে তা একটি আন্তর্জাতিক চুক্তি, ফলে তা মানার একটা বাধ্যবাধকতাও আছে।'

এদিকে, অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা দেয়ায় বিষয়টি পরিষ্কার হতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কাছ থেকে জেনে বিষয়টি বিস্তারিত বাংলাদেশকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।’

ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে চলতি মাসে বাংলাদেশ করোনার টিকা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু ত্রিপক্ষীয় চুক্তি রয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ রয়েছে।’

ফেব্রুয়ারির শুরুতে সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। টিকার জন্য অগ্রিম হিসেবে রোববার (৩ জানুয়ারি) সিরামের অ্যাকাউন্টে ৬০০ কোটি টাকা জমাও দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু পরদিনই টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার কথা জানায় ভারত। বলা হয়, ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেটি নিশ্চিতেই এমন সিদ্ধান্ত।

এনএফ৭১/কেবিএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top