• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু কবে, জানালেন ওবায়দুল কাদের

রাজিউর রেহমান | প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ২১:৫২

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী অক্টোবর মাসে এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।’ রোববার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান ওবায়দুল কাদের।

সেমিনারে ঢাকা শহরের পরিবেশ উন্নয়নের ওপর জোর দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘যত্রতত্র ময়লা আর্বজনা ফেলা যাবে না, যত্রতত্র সিগারেট খাওয়া যাবে না। স্পট ঠিক করে দিতে হবে। ঢাকার চারপাশে ইটের ভাটা বন্ধ করতে হবে। আমাদের অস্তিত্বের স্বার্থে এগুলো করতে হবে।’

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনকে বিএনপির ‘কুত্তা মার্কা’ মন্তব্য প্রত্যাহার করতে হবে। সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ৩০ শতাংশ ভোটও পড়ে না। তারপরও বরিশাল ও খুলনায় ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে। আওয়ামী লীগ নির্বাচনে হারলে সেটাই হবে বিএনপির জন্য সুষ্ঠু নির্বাচন।

বিএনপি বিদেশীদের কাছে গিয়ে সবই বলে। বিদেশীদের দাওয়াতে আওয়ামী লীগ যায়, কিন্তু বিএনপি দেশের বিরুদ্ধে নালিশ করতে যায়। আওয়ামী লীগ কারো জন্য তাকিয়ে থাকে না। বিদেশীরা দেশের উন্নয়ন সহযোগী হতে পারে। ক্ষমতায় বসানো তাদের কাজ না। তত্বাবধায়ক সরকারের আন্দোলন মানি দেশে ধ্বংশযোগ্য চালানো।

জো বাইডেন-মোদি বৈঠকের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কারও দিকে তাকিয়ে নেই। আমরা তাকিয়ে আছি বাংলাদেশের জনগণের দিকে। বিদেশি শক্তি বন্ধু হতে পারে কিন্তু নির্বাচনে জয়ী করাতে পারে না। তারা উন্নয়ন সহযোগী হতে পারে। ক্ষমতায় বসাবে এমন উদ্ভট চিন্তা করি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ২০১৩/১৪ সালের পরিকল্পনা আবার করছে। আগুন সন্ত্রাস, ভাংচুর করার পরিকল্পনা করছে।’

গত বছরের ২৮শে ডিসেম্বর রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সাধারণ মানুষের চলাচলের জন্য মেট্রোরেল খুলে দেয়া হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top