• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রিজভীর নেতৃত্বে একাধিক স্থানে পিকেটিং

ফারহানা মির্জা | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ১১:৪৫

ছবিঃ সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনের সকালে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় কাওরান বাজারের সোনারগাঁও সড়ক ও সকাল সাড়ে ৭টায় দয়াগঞ্জ মোড়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন রুহুল কবির রিজভী।

হরতালের সময়ে দলের কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, মহসিন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সদস্য রাকিব রায়হান, ঢাবির বিএম কাওসার, মহানগর ছাত্রদলের মিরাজ, আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ফয়সাল প্রধান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরনসহ ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, সরকারের চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধভাবে আর কতদিন মসনদ ধরে রাখবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

তিনি বলেন, গ্রেপ্তার, মিথ্যা মামলা, বাড়িবাড়ি তল্লাশি চালিয়ে পরিবারের সদস্য ধরে নিয়ে গিয়ে একদফার আন্দোলনকে সরকার রুখতে পারেনি। দেশে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে শান্তিপূর্ণ হরতালে রাজপথে নেমেছে। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে থাকবে। আমরা বিশ্বাস করি, জনগণের দাবি মেনে সরকার অচিরেই পদত্যাগে বাধ্য হবে।

রিজভী জানান, দেশব্যাপী বিএনপি ও সমমনা জোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণ হরতাল পালন করছে। নানা বাঁধা-বিপত্তির মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল, জাসাসসহ ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল করছে।

সরকার পদত্যাগের একদফা দাবি ও নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গেলো রোববার ভোর ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার হরতাল শেষ হবে। বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে রিজভী পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top