শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪, ১৪:৫৪

ছবি: সংগৃহীত

রমনা মডেল থানা ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি, আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হবে।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, আজ বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিবকে আদালতে উপস্থিত করা হবে। তার উপস্থিতিতে গ্রেফতার ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৩১ ডিসেম্বর ফখরুলের গ্রেফতার ও জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত।

সম্পাদনাঃ রাশেদ রাসেল




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top