বীরের বেশেই দেশে ফিরবেন তারেক রহমান, বললেন এম এ মালেক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৭:২৪

তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন। বর্তমানে তিনি ভাড়ার জন্য বাড়ি খুজছেন, প্রয়োজনে শ্বশুরবাড়িতে উঠবেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এক সাক্ষাৎকারে এসব কথা জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই বাংলাদেশে ফিরবেন, ইনশাআল্লাহ।
এম এ মালেক আরও জানান, ঢাকা শহরে তো তারেক রহমানে বাড়ি নেই। উঠতে হলে তো বাসা ভাড়া নিতে হবে। তারেক রহমান অচিরেই দেশে আসবেন। আমি এই মুহূ্র্েত ডেটটা বলতে পারছি না। কারণ এখানে দলের একটা পলিসি থাকবে। তারেক রহমানের নিজস্ব একটা মতামতও থাকবে। আমি তো জোর করতে পারব না। আমরা অনুরোধ করতে পারি বাংলাদেশের মানুষ বলতেছে আপনি কবে যাবেন। উনি যখন ডেট দেবে, তখন আমি আপনাদের জানাব।
এ সময় তিনি বলেন, তারেক রহমানের জন্য তার বাবা ঢাকা শহরে একটি বাড়িও রেখে যাননি। জিয়াউর রহমানের ভাঙা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে শেখ হাসিনাও মশকরা করেছিল। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়িতেই ছিলেন। কিন্তু সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। সেখানে এপার্টমেন্ট করে বেদখল করা হলো।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া সেই দিনও বলেছেন যে, তিনি প্রতিশোধের রাজনীতি করেন না। সেসময় তিনি বলেছিলেন, তিনি জেলে গেলেও যেন শান্তিপূর্ণ আন্দোলন করা হয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কিন্তু দেশের বাহিরে হাসিনাক আমরা ১১ দিন অবরোধ করে রেখছিলাম।
এম এ মালেকের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং বিএনপির পরবর্তী কৌশল নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা গুঞ্জন চলছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।