ঢাকায় স্বস্তির বৃষ্টি, স্বস্তি ফিরছে নগরজীবনে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১৫:৪৪

কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছিল না। অবশেষে এল কিছুটা স্বস্তি, বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নেমেছে ঢাকায়। বৃষ্টিতে স্বস্তি ফিরছে নগরজীবনে।
বুধবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হয় ঠাণ্ডা বাতাস। আকাশ ছেয়ে যায় কালো মেঘে। দুপুর আড়াইটার পর শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মগবাজার, শাহবাগসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।
এর আগে সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।