করিডর ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিভ্রান্তি ছড়াচ্ছেন, রিজভীর অভিযোগ

রাজীব রায়হান | প্রকাশিত: ২২ মে ২০২৫, ১৭:০৬

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেড় দশকের আন্দোলন-সংগ্রামে দেশে-বিদেশে কোথাও যার কোনো উপস্থিতি বা জেরালো বক্তব্য ছিল না, তার কাছে দেশের নিরাপত্তা নিশ্চিত কি না, জনগণের জানার অধিকার রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। রিজভী বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। অথচ মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ করে তুলতে চাইছেন।

তিনি আরও বলেন, অবিলম্বে ড. খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে। তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন, তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ।

রিজভী অভিযোগ করে বলেন, বর্তমান শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিক সংঘাতে জড়াতে চাইছে। কিছু উপদেষ্টার বক্তব্যেও বোঝা যাচ্ছে, তারা যেন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top