তফসিলের আগে সরকার থেকে পদত্যাগ করবেন: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১৩:২৭

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাবেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। মঙ্গলবার এক টকশোতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনের সময় যারা সরকারে থাকে, তাদের পদত্যাগ করা উচিত। নিজেকে ক্ষমতার মোহে নয়, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে দায়িত্ব পালনকারী হিসেবে দেখেন। তবে তিনি এখনো স্পষ্ট করেননি, নির্বাচনে প্রার্থী হবেন কি-না বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কি-না।
আসিফ মাহমুদ বলেন, তার গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এখনও বাকি রয়েছে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই সনদ প্রণয়ন এবং স্থানীয় সরকার সংস্কার কাজ শেষ করা এখনো জরুরি। তিনি মনে করেন, এই দায়িত্ব শেষ না হলে ঐতিহাসিক দায় থেকে যাবে।
সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে তার কোনো দ্বিমত নেই। কিন্তু আওয়ামী লীগ সম্পর্কিত বিষয়ে সেনাপ্রধানের সঙ্গে মতবিরোধ ছিল। ৫ আগস্টের পর সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখেছে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু মহল জাতীয় পার্টিকে নির্বাচনে প্রভাবশালী করতে চাইছে। কিছু নেতা আওয়ামী লীগের হয়ে জাতীয় পার্টিতে নামতে চাইছে।
ঢাকায় জাতীয় রাজনীতির মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। শেষে তিনি বলেন, দায়িত্ব শেষ করার পরই দেশের বৃহত্তর স্বার্থে নিজের রাজনৈতিক পথ ঠিক করবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।