ঘোষণাপত্রে বিএনপির স্বাগত, তবে কিছু আপত্তি, সবার মতামত জরুরি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১৬:৪৩
                                        জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম রাজনীতির মাঠ। আইনগত বৈধতা আগামী সংসদের হাতে রাখায় ক্ষোভ জানিয়েছে বিভিন্ন দল, তবে বিএনপি জানিয়েছে স্বাগত— কিছু শর্ত সাপেক্ষে।
রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পর, অভ্যুত্থানকারীদের স্বীকৃতি দিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে জুলাই যোদ্ধাদের জাতীয় বীর ঘোষণা, এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতির কথা থাকলেও— পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন—ঘোষণাপত্র নিয়ে সব দলের সঙ্গে আরও আলোচনা হলে ভালো হতো। সংবিধানের চতুর্থ তফসিলে এটি সন্নিবেশিত করার ব্যাপারে আমরা একমত, তবে কিছু রিজার্ভেশন আছে।
অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী মনে করেন—ঘোষণাপত্র বাস্তবায়নে এ সরকারকেই নতুন সংবিধান প্রণয়নের দায়িত্ব দেওয়া অগণতান্ত্রিক হবে। জনগণের কাছে গিয়ে তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।
দলটির দুই নেতাই বলছেন— নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাওয়ায় এখন সবার উচিত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিতর্ক চলছেই— তবে চূড়ান্ত রায় দেবে জনগণ।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।