খালেদা জিয়ার জন্মদিনে শুধুই দোয়া আয়োজন, কেক নয়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১৭:১৭
                                        আগামী শুক্রবার, ১৫ আগস্ট— বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। এবারও নেই কেক কাটার আয়োজন। নেই কোনো আড়ম্বরপূর্ণ উদযাপন। দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ— জন্মদিন উপলক্ষে কেবল দোয়া ও মিলাদ মাহফিল। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
তিনি জানান— সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া হবে। একইসঙ্গে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের, এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন— তাদের রূহের মাগফিরাত কামনা করা হবে।
ঢাকায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ১৫ আগস্ট সকাল ১১টায় প্রধান দোয়া মাহফিল হবে।সেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ২০১৬ সাল থেকে বিএনপি জন্মদিনে কেক কাটা বন্ধ করেছে।তাদের মতে— এই দিনটি শুধুই দোয়া ও স্মরণের।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।