প্রার্থনা ও স্মরণে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ১২:৩২
                                        আজ ১৫ আগস্ট, শুক্রবার—বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। তবে বিগত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে কেক কাটা বা কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নিষিদ্ধ করেছে বিএনপি।
দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—এদিনে থাকবে শুধুমাত্র মিলাদ ও দোয়া মাহফিল। এর মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি, ‘৭১-এর মুক্তিযুদ্ধে শহিদ বীরেরা, ‘৯০-এর গণতান্ত্রিক আন্দোলনে শহিদগণ এবং সাম্প্রতিক ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা করা হবে।
ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে এসব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আজ সকাল ১১টায় প্রধান অনুষ্ঠান হবে, যেখানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—জন্মদিনে কেবল দোয়া ও মিলাদ আয়োজন করতে, কোনো কেক কাটা বা উৎসবমুখর আয়োজন না করতে। খালেদা জিয়ার জন্মদিন এবারও কাটবে প্রার্থনা ও স্মরণে, রাজনীতির আবেগময় আবহে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।