শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

নির্বাচনে অংশ নেব না, সংস্কারেই মনোযোগ: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানালেন—তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন না এবং নির্বাচনে প্রার্থী হওয়ারও কোনো ইচ্ছে নেই। শুক্রবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন—অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো সংস্কারকে এগিয়ে নেওয়া, আর সেটিই এখন তার প্রধান দায়িত্ব। তিনি জানান—গত এক বছরে অনেক অর্জন হয়েছে, যার মধ্যে অন্যতম হলো ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে ঐকমত্য কমিশন গঠন।

এই কমিশন চলতি মাসের শেষ দিকে নির্বাচন সংস্কার প্রতিবেদন দিতে পারে। এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সম্মতি আদায়েও কাজ করছে—সংসদ এককক্ষ না দ্বিকক্ষ হবে, সেই বিতর্কও সমাধানের চেষ্টা চলছে।

ড. ইউনূস বলেন—দেশ এখন সঠিক পথে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তিনি প্রতিশ্রুতি দেন—এবারের নির্বাচন হবে আগের তিনটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে অনেক ভালো। অনেক বছর পর মানুষ সত্যিকারের ভোট দেওয়ার সুযোগ পাবে।

প্রধান উপদেষ্টার প্রত্যাশা—যেসব ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেননি, এবারের নির্বাচন তাদের জন্য হবে এক ঐতিহাসিক মুহূর্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top