সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন, তদন্তে বোর্ড
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ১৮:১০
                                        এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়—অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার আগেই সেনাবাহিনী বিষয়টি জানত এবং গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। অভিযোগকারী নারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী।
সংবেদনশীলতা ও অভিযোগকারীর সামাজিক মর্যাদা বিবেচনা করে সেনা আইন অনুযায়ী প্রক্রিয়া চালানো হচ্ছে। এরই মধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সেনাবাহিনী জানায়—বরখাস্ত সদস্য সাধারণত কোনো সরকারি সুযোগ-সুবিধা পান না। তবে মানবিক কারণে অভিযুক্ত কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে।
সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে—নৈতিক শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা প্রশ্রয় পাবে না, প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই প্রাক্তন সেনা কর্মকর্তা পূর্বে আরেকটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি হারান এবং বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন। অভিযোগের তদন্ত শেষ হলে অভিযুক্তের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।