নারায়ণ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৭:৩৫

চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম আজ এই রায় ঘোষণা করেন। এছাড়া মামলার আরও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া এবং সাইদ মিজি। আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। আর যাবজ্জীবন দণ্ড পেয়েছেন রফিকুল ইসলাম।
২০১২ সালের ২৩ আগস্ট, রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন সহকারী অধ্যাপক ডা. নিতাই। তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ—স্বাচিপের একজন নেতা।
হত্যাকাণ্ডের রাতে তার সঙ্গে ছিলেন বৃদ্ধা মা। স্ত্রী ছিলেন চট্টগ্রামে। পরদিন নিহতের বাবা বনানী থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ ১২ বছর পর এলো বহুল আলোচিত এই মামলার রায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।