মৎস্য খাতে টেকসই উদ্যোগের ডাক প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৬:০৩
                                        অবৈধ জাল ব্যবহার, নদীতে বর্জ্য ফেলা আর কীটনাশকের অপব্যবহারে পানির প্রাণহানি ঘটছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও মারাত্মক। তাই টেকসই পদ্ধতিই হতে পারে একমাত্র সমাধান।
ড. ইউনূস জানান, সামুদ্রিক মৎস্য সম্পদে বিপুল সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিতেও বাড়াতে হবে উদ্যোগ।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হয়। সারা দেশে প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ আর বাজারজাতকরণ নিয়ে সচেতনতা বাড়ানো হবে।”
এবারের প্রতিপাদ্য— ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। প্রকৃতির সুরক্ষা আর টেকসই উদ্যোগেই গড়ে উঠবে বাংলাদেশের মৎস্য খাতের ভবিষ্যৎ।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।