মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

জুলাই অভ্যুত্থানবিরোধী ১৯ শিক্ষকসহ ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৬:৪০

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় ১৯ শিক্ষকসহ ৬১ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর মধ্যে ১৯ জন শিক্ষক, ১১ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৩১ জন শিক্ষার্থীর নাম এসেছে প্রতিবেদনে।

রোববার ওই ১৯ জন শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ভূমিকা নেওয়া শিক্ষকদের চিহ্নিত করতে গত মার্চে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইবি প্রশাসন। সময়সীমা বাড়ানোর পর গত ১৩ আগস্ট প্রতিবেদন জমা দেয় কমিটি। তাতে উঠে আসে ১৯ শিক্ষকসহ ৬১ জনের নাম।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top