রাজশাহী নাটোরে ভাঙা রেললাইন, বস্তা গুঁজে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৫:৫৫

ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। দুর্ঘটনা এড়াতে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইনে ফাটল দেখতে পান। সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙা অংশে বস্তা গুঁজে দেওয়া হয়। এরপর ট্রেনগুলোকে সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে অতিক্রম করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থেকে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ফাটল ধরা অংশ অতিক্রম করেছে। রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, মেরামতের কাজ শুরু হয়েছে এবং দ্রুত শেষ হলে ট্রেন চলাচলের গতি স্বাভাবিক হবে।

এদিকে, রাজশাহীতে ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তুা গুঁজে চালানো হচ্ছে ট্রেন। ফলে ধীরগতিতে চলাচল করছে রাজশাহীতে যাওয়া-আসা করা ট্রেনগুলো। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটেছে। 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top