বাংলাদেশ নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৬:৩৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।আজ দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান—বাংলাদেশের নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ টাকা সহায়তা দেবে ইইউ।

তিনি বলেন, আসন্ন নির্বাচন যেন আন্তর্জাতিক মানের ও সুষ্ঠু হয়, সেজন্য এই সহায়তা দেওয়া হবে। এসময় ইইউ প্রতিনিধি দল নির্বাচন কমিশনের প্রস্তুতি, পরিকল্পনা এবং অর্থায়নে একটি প্রকল্প নিয়েও আলোচনা করে।

রাষ্ট্রদূত মিলার আরও জানান—আগামী মাসেই ইইউ’র প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ-এর কাছে অগ্রাধিকার।

তাদের লক্ষ্য হলো—একটি জবাবদিহিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এজন্য নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে ইইউ। পাশাপাশি ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয়েও সহায়তা করবে। ইইউ আশাবাদী—বাংলাদেশে আন্তর্জাতিক মানের গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top