বাংলাদেশে ১৩ বছর পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১৭:৩৭

ছবি: সংগৃহীত

ঢাকায় ১৩ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন। বাংলাদেশের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে ‘ঐতিহাসিক’ বলেছে। এ সফর দুই দেশের সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ইসহাক দার ঢাকায় বাংলাদেশি নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরের সময় চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়গুলোতে থাকবে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ এবং ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্র।

এর আগে, ২০১২ সালে পাকিস্তানের শেষবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। এছাড়া গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব, এবং গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় সফর করেছেন। এরপর দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার অনুমোদিত হয়েছে। এই সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top