নভেম্বরে কাজ গুটানো হচ্ছে না: উপদেষ্টারা থাকবেন নির্বাচিত সরকার আসা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:৫২
নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শেষ হবে—তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের পর সৃষ্টি হওয়া বিভ্রান্তি নিরসনে বিবৃতি দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, উপদেষ্টারা দায়িত্বে থাকবেন নির্বাচিত সরকার আসার আগপর্যন্ত।
গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছিলেন যে, নভেম্বরে পরিষদের কাজ গুটিয়ে যাবে। এই বক্তব্য নিয়েই বিভ্রান্তি সৃষ্টি হয়।
আজকের বিবৃতিতে সরকার জানিয়েছে, তথ্য উপদেষ্টার বক্তব্য সঠিক নয়। বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। এই বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে তৈরি হওয়া সব জল্পনার অবসান ঘটল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।