ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটকেন্দ্র ও কক্ষের চূড়ান্ত সংখ্যা জানালো ইসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:০৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ (সোমবার) ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে মোট ৪২ হাজার ৭৬১টি।
কেন্দ্রের পাশাপাশি মোট ভোট কক্ষের সংখ্যাও জানানো হয়েছে। ভোট কক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে নারী কক্ষের সংখ্যাই বেশি—প্রায় ১ লাখ ২৯ হাজার। ইসি সচিব বলেন, গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ঠিক করা হয়েছে, যা গত নির্বাচনের তুলনায় কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছে।
নতুন দল নিবন্ধনের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত ২২টি নতুন দলকে নির্বাচনে মনোনয়নযোগ্য মনে করছে ইসি। আরও কয়েকটি দলকে রাখা হয়েছে অধিকতর তদন্তের আওতায়।
একইসঙ্গে ইসি সচিব পুনর্ব্যক্ত করেন, এনসিপি-এর ‘শাপলা প্রতীক’ নিয়ে কমিশন তাদের আগের সিদ্ধান্তেই অটল আছে। এছাড়া আরপিও সংশোধনের বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে—ইসি সচিবের এই ব্রিফিং সেই ইঙ্গিতই দিচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।