শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিবের স্পষ্ট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:৩০
এনসিপি এর ‘শাপলা’ প্রতীক পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্পষ্ট ঘোষণা। তিনি জানিয়েছেন, যেহেতু বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই দলটিকে এই প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।
আজ (সোমবার, ২৭ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব জানান, শাপলা প্রতীকের প্রশ্নে কমিশন এখনও তাদের আগের অবস্থানেই অনড়। এনসিপি-কে কমিশনের স্ববিবেচনায় অন্য কোনো প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাবও কমিশনের কাছে আসেনি।
এছাড়া, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, কমিশন দীর্ঘ সময় ধরে দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। ইসি সচিব আরও জানান, কমিশন পাঁচটি দৃষ্টিকোণ থেকে আরপিও-র প্রস্তাবনাগুলো বিবেচনা করেছে, যার মূল লক্ষ্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।