প্রিজনভ্যানে দাঁড়িয়ে তর্কে জড়ালেন ইনু: 'কী আইনে বসতে বলছেন?'
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:০৪
দুর্নীতির মামলায় আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ (সোমবার) শুনানির পর ইনুকে প্রিজনভ্যানে তোলা হয়। তিনি যখন দাঁড়িয়ে ছিলেন, তখন দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে বসতে বলেন। এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান ইনু।
ইনু উত্তেজিত কণ্ঠে ওই পুলিশ সদস্যের কাছে তার দাঁড়িয়ে থাকার বিষয়ে আইনি আদেশ দেখতে চান। তিনি প্রশ্ন করেন, "কি আইনে আমি দাঁড়িয়ে থাকতে পারব না? আপনি অর্ডার দেখান।" পুলিশ সদস্যের সঙ্গে তার তর্কেও জড়িয়ে পড়তে দেখা যায়।
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছিল দুদক। এদিন মামলার পরবর্তী শুনানির দিন ২ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। দীর্ঘ সময় প্রিজনভ্যানে ইনুকে দাঁড়িয়ে থাকতেই দেখা যায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।