গুম নাটক! অপহরণের মিথ্যা সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১১:২২
চাঞ্চল্যকর মোড়! গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী স্বীকার করেছেন যে তিনি নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন। গত সোমবার রাতে আতাউর রহমান বিক্রমপুরীর ফেসবুক লাইভে যুক্ত হয়ে তিনি এই স্বীকারোক্তি দেন। লাইভে তাঁর মেয়ে প্রথমে জানান, তাঁদের বাবা নিজেই স্বীকার করেছেন যে সব কিছু তিনি নিজের ইচ্ছায় করেছেন।
পরে রাত আড়াইটার দিকে লাইভে এসে মুফতি মুহিব্বুল্লাহ নিজেই ফোন করে জানান, আমি নিজেই সব করেছি। নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি, গুম হওয়ার অভিনয় করেছি, ঘটনাটি ভাইরাল করেছি।
এর আগে তিনি দাবি করেছিলেন, গত ২২ অক্টোবর সকালে টঙ্গীর একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয় এবং পরদিন হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়। তিনি উড়ো চিঠিতে হুমকি পাওয়ার কথাও বলেছিলেন। এই ঘটনা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।