সারাদেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,১৩৯
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:৪৮
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১,১৩৯ জন।
বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৭৭৩ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩২৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একাধিক রোগী। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলোকে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এখনো আবহাওয়া ডেঙ্গু বিস্তারের অনুকূলে থাকায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া এই সংক্রমণ কমানো কঠিন হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।