বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্ক নয়: ডিবিপ্রধান, গ্রেফতার ৪৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৮:২১

সংগৃহীত

আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে জনগণের আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি বলেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতার চেষ্টা করছে, আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তাদের দমন করা হবে।

ডিবিপ্রধান জানান, রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হচ্ছে। আজকেও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উসকানি ও নির্দেশনা দিচ্ছে, তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। এসব উসকানিদাতাদের রাজপথে দেখা যায় না।

ডিবিপ্রধানের ভাষ্যমতে, নিরীহ রিকশাওয়ালাদের ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে এবং পরে সেই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে, যা ডিবি কঠোরভাবে দমন করছে।

তিনি নাগরিকদের অনুরোধ করেছেন, গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে। ডিবিপ্রধানের বার্তা—অপতৎপরতা রুখতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগে প্রস্তুত পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top