জুলাই সনদ বাস্তবায়ন আদেশ: দুপুরে ড. ইউনূসের ভাষণ, গণভোট-নির্বাচন একসাথে!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:১০

সংগৃহীত

আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর। রাষ্ট্র সংস্কারের নকশা 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের জন্য আজই চূড়ান্ত আদেশ জারি হতে চলেছে। দুপুরে জাতির উদ্দেশে ভাষণে এর বিস্তারিত ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকারি সূত্রে খবর, এই আদেশের ভিত্তিতেই একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজনৈতিক দলগুলোর তীব্র মতভেদ ও আলটিমেটাম সত্ত্বেও সরকার এই ভারসাম্যপূর্ণ প্রস্তাব নিয়ে এগোচ্ছে।

সরকার আজ 'জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫' জারি করবে। এই আদেশে বড় দুই দল বিএনপি ও জামায়াতের উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়েছে। তবে, গণভোটে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের সুযোগ রাখা হচ্ছে না। পাশাপাশি, ঐকমত্য কমিশনের দেওয়া সংবিধান সংশোধনের ২৭০ দিনের বাধ্যবাধকতাও বাতিল হতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ ছিল: সংসদ হবে দুই পর্যায়ের—সংবিধান সংস্কার পরিষদ ও নিয়মিত আইনসভা। আজ এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এটি হবে ড. ইউনূসের দায়িত্ব নেওয়ার পর ষষ্ঠবারের মতো জাতির উদ্দেশে ভাষণ। আজকের ঘোষণার পরই জুলাই সনদের বাস্তবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top