জুলাই গণহত্যা: হাসিনার মামলার রায়ের দিন ধার্য আজ! কী হবে ট্রাইব্যুনালে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:২০
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ দিন আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ একটি ঐতিহাসিক মামলার রায়ের দিন ধার্য করা হবে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা এটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণার দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল-১।
গত ২৩ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। প্রসিকিউশন পক্ষ থেকে আসামিদের চরম দণ্ড চাওয়া হয়েছে। মামলার এক গুরুত্বপূর্ণ মোড় ছিল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়া এবং আদালতে হত্যা-গণহত্যার অভিযোগ স্বীকার করে নেওয়া।
অন্যদিকে, স্টেট ডিফেন্স আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন। এই মামলায় তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা সংখ্যা ছিল আট হাজার সাতশ সাতচল্লিশ। এখন সবার চোখ ট্রাইব্যুনালের দিকে। আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কী আদেশ দেন, সেটাই দেখার বিষয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।