বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

কর্মসূচি দিয়ে ‘উধাও’ আ.লীগ: প্রতিরোধে জামায়াত, ‘নীরব’ বিএনপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:৫৮

ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তবে আওয়ামী লীগের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মাঠে সক্রিয়ভাবে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে। তবে বিএনপিকে এবার অনেকটাই নীরব দেখা গেছে।

বুধবার রাতে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে পরিত্যক্ত একটি ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় দু’জনকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন,

“রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।”

এর আগে সন্ধ্যায় ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়, ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে আনে আগুনটি। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

বুধবার দুপুর থেকে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে রাজধানীতে জামায়াতের কর্মী ও নেতারা মাঠে নামে।
রাতে গুলশান-বনানী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী।

বৃহস্পতিবার ভোরেও রামপুরা বাজার, পল্টন, গুলিস্তান, প্রেস ক্লাব এলাকায় জামায়াত ও ছাত্রশিবিরের বড় মিছিল হয়।
জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন বলেন,

“আওয়ামী লীগ জাতির শত্রু, ভারতীয় আধিপত্যবাদের দালাল। এবার তাদের নৈরাজ্যের জবাব দেওয়া হবে।”

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন,

“জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু—ওদের জন্য জনগণ লাল কার্ড দেখিয়েছে।”

রাজধানীর ১৪টি পয়েন্টে শিবিরের অবস্থান দেখা গেছে—শাহবাগ, গাবতলি, রামপুরা, উত্তরা, গুলিস্তান, ধানমন্ডি–৩২, সায়েন্সল্যাব, বসুন্ধরা গেটসহ অন্যান্য এলাকায়।

এবার বিএনপিকে মাঠে তেমন দেখা যায়নি। শুধু মেরুল বাড্ডা ও কারওয়ান বাজার এলাকায় ধানের শীষের পক্ষে কিছু স্থানীয় নেতাকর্মী মিছিল করেছেন।
ছাত্রদলের এক নেতা বলেন,

“দল থেকে মাঠে নামার কোনো নির্দেশনা আসেনি, তাই ইউনিটেও পাঠানো হয়নি।”

যুবদলের এক শীর্ষ নেতা যোগ করেন,

“পার্টি চুপচাপ থাকতে বলেছে, এখন ওদের (জামায়াত–এনসিপি) সময়।”

রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। সকালে কিছুটা যানবাহন সংকট থাকলেও দুপুরের পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top