বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সংবিধান সংস্কার: গণভোটের ব্যালটে ৪টি ঐতিহাসিক প্রশ্ন!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:০৮

সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি জানালেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হবে।

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্বের কথা বলেন—হত্যাকাণ্ডের বিচার, সংস্কার আয়োজন এবং সুষ্ঠু নির্বাচন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শীঘ্রই প্রথম রায় ঘোষণা করবে এবং গুমের বিচারও শুরু হয়েছে।

তিনি বলেন, সকল বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না এবং নির্বাচন উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।

গণভোটের ব্যালটে চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে 'হ্যাঁ' বা 'না' ভোট দিতে হবে। এর মধ্যে আছে: তত্ত্বাবধায়ক সরকার গঠন, দুই কক্ষ বিশিষ্ট সংসদ (১০০ সদস্যের উচ্চকক্ষ) এবং ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার।

গণভোটে 'হ্যাঁ' ভোট সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এর মধ্য দিয়ে জাতি নতুন বাংলাদেশে প্রবেশ করবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top