‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’:রাশমিকা মান্দানা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৭
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি নিজের এক মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন। অভিনেতা জগপতি বাবুর উপস্থাপনায় জি ফাইভের টক শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে অংশ নিয়ে তিনি ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলেন।
শোতে রাশমিকা বলেন,
“পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে মহিলারা মাসের এই দিনগুলোয় যে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করেন, তা পুরুষরাও একবার টের পান।”
এই বক্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। কেউ কেউ রাশমিকাকে প্রশংসা করে বলেন, তিনি সাহসীভাবে নারীর অভিজ্ঞতা ও যন্ত্রণা নিয়ে কথা বলেছেন। আবার অনেকেই তাঁর বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর বলে সমালোচনা করেন।
সমালোচনার মুখে সম্প্রতি নিজের হতাশা ও আক্ষেপের কথা জানিয়েছেন রাশমিকা। এক ভক্ত ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ শোয়ের একটি ক্লিপ শেয়ার করে অভিনেত্রীর বক্তব্যের আসল উদ্দেশ্য তুলে ধরার চেষ্টা করেন। সেই পোস্টের জবাবে রাশমিকা লেখেন,
“এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। শো বা ইন্টারভিউতে যেতে এখন ভয় লাগে। আমি যা বলতে চাই, সেটাকে পুরোপুরি অন্যভাবে ব্যাখ্যা করা হয়।”
রাশমিকা মান্দানার এই প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রতিক্রিয়ায় তিনি বেশ মানসিক চাপের মধ্যে রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।