বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

গাজীপুরে ৩ বাসে আগুন!

উত্তেজনা ঢাকায়, ১৩ নভেম্বর রায় নিয়ে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৩:৫৪

সংগৃহীত

রাজধানী ঢাকার উপকণ্ঠে গাজীপুরে এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসন, কাশিমপুর ও শ্রীপুর—এই তিনটি পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়ানো বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সৌভাগ্যবশত, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা ইকবাল হোসেন নিশ্চিত করেছেন, বুধবার ভোর সাড়ে ৪টা থেকে সকালের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে, শুধু গাজীপুর নয়, গত কয়েকদিনে রাজধানীতেও প্রায় দশটি বাসে অগ্নিসংযোগ ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের জেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়। রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর। গুজব ও অপপ্রচার ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাতেই রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top